বরেন্দ্র এলাকার সেচ অবকাঠামো সহ পরিবেশ উন্নয়ন এবং মান সম্পন্ন বীজ উৎপাদন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম কাজ। বিগত তিন বছরে ১২৭৩ টি গভীর নলকূপ ও শক্তিচালিত পাম্প স্থাপন এবং বিএডিসি ও বিএমডিএ কর্তৃক স্থাপিত ৪০৭ টি অচালু/অকেজো গভীর নলকূপ সচলকরণ ও ১৪১৩ টি সেচযন্ত্র বিদ্যুতায়ন এবং ১৬০২ টি সেচ নালা নির্মাণের মাধ্যমে প্রায় ৪১০০০ হেক্টর জমি নিয়ন্ত্রিত সেচের আওতায় আনা হয়েছে। গত তিন বছরে ৪৪৯.৫০ কিঃমিঃ খাল পুনঃ খনন, ১৪৫টি খাস মজা পুকুর পুনঃখনন, ২৮ টি ডাগওয়েল এবং ৭৫ টি ক্রসড্যাম নির্মাণ পূর্বক ভূ-পরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে প্রায় ৯০০০ হেক্টর জমিতে সম্পূরক সেচের ব্যবস্থা করা হয়েছে। ৬১৫ মে.টন ধান বীজ উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণপূর্বক কৃষকগণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রয় এবং ৩৮৫০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বরেন্দ্র এলাকায় প্রায় ১০.৬০ লক্ষ ফলজ, বনজ ও ঔষধী চারা রোপণ করা হয়েছে। ২৬৮ কিঃমিঃ রাসত্মা নির্মাণ ও ৯৬ কিঃমিঃ রাস্তা মেরামত করা হয়েছে। এছাড়া বিগত বছর সমূহে প্রতি বছর প্রায় ১৫৪০০ টি গভীর নলকূপ সেচকাজে ব্যবহার করে ৪.৮৪ লক্ষ হেক্টর জমিতে সেচ প্রদান করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS